Advertisements

লকডাউনে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অভিনেত্রী! কি করলেন? ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Advertisements

করোনা ভাইরাস এর জন্য দেশের সকলেই নিজেদের হোম কোয়ারেন্টাইন এ রেখেছেন। সেই তালিকা থেকে বাদ নেই বলিউড টলিউড শিল্পীরা ।সকলেই তাই গৃহবন্দী । এই সময়ে কেউ পরিবারের সাথে থাকছেন আবার নিজের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন।দেশজুড়ে লক ডাউননের আবহাওয়াতে

বন্ধ জিমও কিন্তু তা বলে কি শরীরচর্চা বাদ থাকবে সেলেবদের? জিম না থাকলো তো কি হল নিজেকে ফিট তো রাখতেই হবে। এমনিতেই জিম করা নিয়ে নায়ক নায়িকারা প্রায়শই একাধিক ভিডিও শেয়ার করে থাকেন ‌।সোশ্যাল মিডিয়ায় কিছু ক্ষেত্রে শরীরচর্চার একাধিক তথ্য দিয়ে থাকেন।আর সেই তালিকায় যুক্ত হলেন সুস্মিতা সেনও।

সামজিক দূরত্ব বজায় রেখেও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক সামাজিক সুস্মিতা সেন। কিছুদিন আগেতিনি পরিবাররের ছবি পোস্ট করেছিলেন।যেখানে তার প্রেমিক রোহমান শাল আর দুই মেয়েকেও দেখা গিয়েছিল।এবার আবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি।সামনে আনলেন যুগলের শরীরচর্চা বুঝিয়ে দিলেন মানসিক দূরত্ব নৈব নৈব চ।লকডাউনেও যেন অবিচ্ছেদ্য তারা।একে অন্যের মধ্যে মিলেমিশে একাকার। সম্প্রতি রোহমান ও সুস্মিতার অন্তরঙ্গ যোগাভ্যাসের ছবিই ঝড় তুলেছে।ছবি পোষ্ট করতেই ভাইরাল হয়েছে তা সঙ্গে লাইকের বন্যা।

 

https://www.instagram.com/p/B-cY3_SB-bd/?igshid=rve8l7gi0gcw

ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন কঠিন সময় স্থায়ী হয় না তাই এই কঠিন সময়ে আমাদের সবাইকে লড়তে হবে আর এর জন্য দরকার নিজের কাছের মানুষগুলোর সাথে থাকা মানসিক দূরত্ব যেন ছুঁতে না পারে এ সময় আরো বেশি করে কাছাকাছি থাকুন কাছে টানুন প্রিয়জনদের। আর এভাবেই নিজের ভেতর থেকে লড়াই শক্তি পাবেন সেই জন্যই আমি আমার পরিবারের সাথে একসঙ্গে যতটা পারছি থাকছি আপনারাও পরিবারকে সময় দিন এতদিন সময়ের অভাবে যা সম্ভব হত না বর্তমানে পরিবারের সাথে সময় কাটান বাড়িতে থাকুন সুস্থ থাকুন।

Related Articles