নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

মোদীর ‘মোমবাতি’ প্রসঙ্গে ফের কটাক্ষ স্বস্তিকার!

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রেরণ করে জানিয়েছিলেন আগামী রবিবার 5 এপ্রিল রাত নটায় 9 মিনিট জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি টর্চ বা প্রদীপ জ্বালাতে।দেশবাসীর কাছে 9 মিনিট সময় চেয়ে নিয়েছেন তিনি। তিনি বলেছিলেন 130 কোটি দেশবাসীর মহাশক্তি জাগ্রত হবে

Published By: Sangbad Safar Desk | Updated:

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রেরণ করে জানিয়েছিলেন আগামী রবিবার 5 এপ্রিল রাত নটায় 9 মিনিট জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি টর্চ বা প্রদীপ জ্বালাতে।দেশবাসীর কাছে 9 মিনিট সময় চেয়ে নিয়েছেন তিনি। তিনি বলেছিলেন 130 কোটি দেশবাসীর মহাশক্তি জাগ্রত হবে এর মাধ্যমে মহা সংকল্পকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।
করোনা ভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে চান নরেন্দ্র মোদি এই আলো আমাদের শক্তির প্রতীক ।আজকে সেই দিন আজ রবিবার রাত 9 টায় বৈদ্যুতিক আলো বন্ধ করে মোমবাতি প্রদীপ জ্বালানোর আহবানে সাড়া দিতে চলেছেন দেশবাসী।

আপনার জন্য নির্বাচিত

কিন্তু এই বার্তার বিপক্ষে ও পক্ষে উঠে এসেছে নানান মতানৈক্য ।এমনই একটি টুইট করে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন আমার বাড়িতে মোমবাতি নেই আর আমি নিশ্চিত আমার মত অনেকেই রয়েছেন যাদের বাড়িতে মোমবাতি নেই তাহলে এখন সবাই মিলে বেরিয়ে তাহলে মোমবাতি কিনে আনি।

এর আগেও আরেকটি টুইট করেছিলেন,যার বক্তব্য ছিল লকডাউন এর ফলে প্রচুর মানুষ অর্থ সকটে পড়েছেন।বাদ নেই যৌনকর্মীরাও। প্রধানমন্ত্রী অন্ধকার সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন ।যারা সেবা করছেন তাদের ধন্যবাদ জাননাতে বলছেন কিন্তু এই সমস্ত মানুষকে কোন শ্রেণীতে ফেলবেন? তাদের খাবার, থাকার কোনো জায়গা পর্যন্ত নেই ,তাদের জন্য কিছু ভাবাও হচ্ছে না তাহলে কিকরে আশা করেন তারা আলো জ্বালাবে? পেটের জ্বালা নিয়ে কি করে অংশগ্রহন করবে? যৌনকর্মীদের বেঁচে থাকার জন্য শুধু যৌনতায় প্রয়োজন।