whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

মাত্র ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেত্রী!

মানুষ মরনশীল আর প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে এটাই এই সুন্দর পৃথিবীর রূঢ় বাস্তবতা ।শত চেষ্টা করেও কেউ এখানে অনন্ত কাল বেঁচে থাকতে পারবেনা।মানুষ অমর নয় ,জীবন ক্ষণস্থায়ী…

Published By: Web Desk | Updated:
Advertisements

মানুষ মরনশীল আর প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে এটাই এই সুন্দর পৃথিবীর রূঢ় বাস্তবতা ।শত চেষ্টা করেও কেউ এখানে অনন্ত কাল বেঁচে থাকতে পারবেনা।মানুষ অমর নয় ,জীবন ক্ষণস্থায়ী ।পৃথিবীতে প্রত্যেক এ জন্মগ্রহণ করে আর প্রকৃতির নিয়মে এক পর্যায়ে তাকে মৃত্যুবরণ করতে হয়।কিন্তু এই জীবন মরনের মধ্যে আমাদের কর্ম আমাদের বাঁচিয়ে রাখে চিরজীবন।

আপনার জন্য নির্বাচিত

উত্তরাখণ্ড এর সঙ্গীত ও ছায়াছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রীনা রাওয়াত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 38 বছর।পুষ্পা ছোড়ি গানে নিজেই অভিনয় করে সবার নজর কেড়েছিলেন।তার মৃত্যুতে উত্তরাখণ্ডের চলচিত্র জগত ও সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।জানা গিয়েছে দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন।তিনি পুষ্পাছোড়ি গান ছাড়াও ভাগ্যয়্যান বেটি মায়াজাল ফায়াঙ্গি ইত্যাদি সুপারহিট গানে অভিনয় করেছেন।

রানা রাওয়াত উত্তরাখণ্ডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।এই জনপ্রিয় অভিনেত্রী অল্প সময়েই সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন।রীনার সঙ্গে বেশ কিছু album এ কাজ করেছেন পত্রু সুন্সায়।ফেসবুকে তিনি লিখেছেন মাত্র 10 দিন আগেই তারা দেখা করেছিলেন।মৃত্যু কারো হাতে নেই তিনি তার কর্মের মাধ্যমে সকলের মনে চিরজীবন রয়ে যাবেন।