বিদেশ থেকে ফিরে সোজা সেল্ফ আইসোলেশনে সুপারস্টার প্রসেনজিৎ!

Advertisement

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জঙ্গলের মধ্যে এক হোটেল গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এবারের কাকাবাবু সিরিজ ।কথা ছিল আফ্রিকার কেনিয়ার জঙ্গলেই শুটিং হবে এই ছবির। এর আগেও এস বিএফ এর আরো একটি ছবির শুটিং হয়েছিল আফ্রিকায়। সেইমতো আফ্রিকায় চলছিল শুটিং আফ্রিকার জোহানেসবার্গে আর একদিনেরই শুটিং বাকি ছিল কিন্তু আফ্রিকাতেও ন্যাশনাল ইমার্জেন্সি জারি করাতে নির্দিষ্ট সিডিউলের একদিন আগে শেষ করতে হয় কাকাবাবু সুট।

Advertisements

সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। আর এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে ভারতের বহু রাজ্যের শপিংমল সিনেমাহল জিম সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।সব রকম শুটিং বন্ধ হয়ে গেছে।

Advertisements

বিদেশ থেকে যারা এসেছেন তাদের জন্য আলাদা গেট চিহ্নিত করা হয়েছে আর এই কারণেই বাদ পড়েনি প্রসেনজিত শ্রীজিৎরাও।দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই 7 থেকে 10 দিনের জন্য আইসোলেশন গেলেন তারা। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “আমরা সবাই ভালোভাবে এসে গেছি যেহেতু বাইরে থেকে আসছি তাই বাড়ি ফিরে সাত দিনের জন্যে বাকি সবার থেকে নিজেকে আলাদা রাখবো। সরকার যা বিধি-নিষেধ দিয়েছে তা মেনে চলার চেষ্টা করছি।”
সৃজিতও বলেছেন যে শুটিং টা যে শেষ করে আসতে পেরেছেন সেটা তাদের জন্য ভালো খবর। সরকারের নির্দেশিকা মেনেই সমস্ত নিয়ম পালন করছেন তারা সঙ্গে বাকিদের সতর্ক থাকার পরামর্শ ও দিয়েছেন।

Related Articles