whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

বলিউড অভিনেত্রী কিয়ারার বুকের মাঝে ট্যাটু! কি লেখা রয়েছে এখানে? তোলপাড় সোশ্যাল মিডিয়া

কিয়ারা আদবানি কবীর সিং ছবিতে তার অভিনয় সকলের নজর কেড়েছিল।আর এই ছবির পর থেকেই তিনি একের পর এক ভালো ছবির অফার পেতে থাকেন।তাইতো কিছুদিনের মধ্যেই নিজের জায়গা তৈরি করে নিতে…

Published By: Web Desk | Updated:
Advertisements

কিয়ারা আদবানি কবীর সিং ছবিতে তার অভিনয় সকলের নজর কেড়েছিল।আর এই ছবির পর থেকেই তিনি একের পর এক ভালো ছবির অফার পেতে থাকেন।তাইতো কিছুদিনের মধ্যেই নিজের জায়গা তৈরি করে নিতে পেরেছেন তিনি।বর্তমান- এ বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে কিয়ারার নাম প্রথম সারিতে আসে।তার কাজের জন্য তিনি সবসময় থাকেন চর্চায়।

আপনার জন্য নির্বাচিত

কিন্তু এবার তিনি চর্চায় এসেছেন অন্য একটি কারনে।সংবাদের শিরোনামে বিরাজ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের জন্য।তিনি এই মুহুর্তে বলিউডের এক ব্যস্ত অভিনেত্রী।সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও সমানভাবে বিচরণ করছেন।সম্প্রতি নেটফ্লিক্সে তার নতুন ওয়েব সিরিজ “গিলটি” প্রকাশ পেয়েছে।

এই ওয়েব সিরিজ ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে। তবে এই ওয়েব সিরিজ এর মূল আকর্ষণ ছিল কিয়ারা আদ্ভানি। তার বক্ষে লেখা ছিল একলা চলো রে। বুকে এই নামে ট্যাটু বানিয়েছেন তিনি ।আর এই ট্যাটুতেই আটকে সকলের নজর। তবে এটি যে শুধুমাত্র ফ্যাশনের জন্য আঁকা তা কিন্তু নয় বরঞ্চ এই ট্যাটু দিয়ে গল্পের মূল উদ্দেশ্য কি ফুটিয়ে তোলা হয়েছে।

গিলটি সিরিজটি একেবারে রহস্য বাঁধা একটি সিরিজ জনপ্রিয় জাপানি ছবি রসোমন এর কায়দায় ছবির গল্প কে সামনে আনা হয়েছে একটি ঘটনাকে নানা দিক দিয়ে দেখানো হয়েছে। ছবির গল্প তৈরি হয়েছে saint-martin কলেজে তিন পড়ুয়াকে ভিজে নানকি ও তনুকে ঘিরে। কলেজের হার্টথ্রব ভিজে ধর্ষণ করে কলেজের ছাত্রী তনুকে অন্যদিকে ভিজের গার্লফ্রেন্ড নানকি ঘটনা নিয়ে কনফিউজড।নিজের মতো করে গল্প নিয়ে চলেছে নানকি।কিয়ারার বুকে আকা ট্যাটু নিয়ে সমালোচনা হলেও এর মূলভাব সিরিজের শেষে ধরা পড়ে।