মাত্র একদিন, বলিউডে ফের মৃত্যু! প্রয়াত অভিনেতা ঋষি কাপুর
Advertisement

ফের নক্ষত্র পতন। প্রয়াত বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর। আজ বৃহস্পতিবার সকালে সকালে মুম্বইয়ের এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ঋষি কাপুরের বড় ভাই সংবাদমাধ্যমকে তার প্রয়াণের খবর জানান। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এই বলি অভিনেতা। বিদেশে বহুদিন চিকিৎসার পর গত বছর দেশের বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু মাঝে মধ্যেই শ্বাসকষ্টজনিত সমস্যায় দেখা দিত তার শরীরে। সংবাদসংস্থার খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় তাকে এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
Advertisements