নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে বেরিয়ে চরম হয়রানির শিকার হতে হল মালাইকাকে

দেবপ্রিয়া সরকার : সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে ব্যান্দ্রার একটি রেস্তোরাঁয় দেখা যায় মালাইকা আরোরা কে। সাদা রঙের জাম্পস্যুট ও খোলা চুলে অর্জুন কাপুরের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মালাইকার হাতে ছিল খাবারের পার্সেলের ব্যাগ। এই ছবিকে ঘিরেই

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে ব্যান্দ্রার একটি রেস্তোরাঁয় দেখা যায় মালাইকা আরোরা কে। সাদা রঙের জাম্পস্যুট ও খোলা চুলে অর্জুন কাপুরের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মালাইকার হাতে ছিল খাবারের পার্সেলের ব্যাগ। এই ছবিকে ঘিরেই উঠেছে নানান প্রশ্ন। ‘রেস্তোরাঁয় গিয়েও খাবারের পার্সেল হাতে কেন?’ এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। জানা যায় যে সেই রেস্তোরাাঁয় জায়গা না পেয়ে না খেয়েই বেড়িয়ে আসতে হয় মালাইকা-অর্জুনকে।

আপনার জন্য নির্বাচিত

তাই খাওয়ার পার্সেল করে নিয়েছিল তারা। অর্জুন কাপুর তার ইনস্টাগ্রামে ছবি নিজেই পোস্ট করেন। আর খাবার নিয়ে বেরিয়ে আসার মুহূর্তে সেই ছবি ইন্টারনেট দুনিয়ার ভাইরাল হয়ে যায়। যত দিন যাচ্ছে ততই যেন প্রেমে মজছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাই কাজের ফাঁকে সুযোগ পেলেই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। আরবাজ খানকে ছেড়ে দিয়ে অর্জুন কাপুরের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। কাপুর পরিবার মেনেও নিয়েছে অর্জুন ও মালাইকার এই সম্পর্ক।