পোশাক ছাড়ায় রাস্তায় নামলেন মালাইকা? তির্যক মন্তব্যের ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

মালাইকা আরোরা ভারতের এম টিভি চালু হবার পর তিনি ছিলেন ভিডিও জকি এরপর কিছুদিনের মধ্যেই ভারতের একজন আকর্ষণীয় মডেল ও উপস্থাপিকা পরিণত হন তিনি। আইটেম ডান্সার হিসেবে জনপ্রিয়ও হন তিনি। এখন সেই জনপ্রিয়তা বর্তমান।46 এও যে সমান সুন্দরী থাকা যায় তার জলজ্যান্ত প্রমাণ মালাইকা আরোরা খান। বয়স 46 এ তাকে দেখে তা বোঝার উপায় নেই আর এই কারনেই সাহসী পোশাকে তাকে দেখা যায় ।এখনো পর্যন্ত হাঁটুর বয়সী অভিনেত্রী দের টেক্কা দিতে পারদর্শী তিনি। কিন্তু এই সাহসিকতার জন্য তাকে বারংবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে ।আর এবারও তার অন্যথা হলো না।
ফের একবার পোশাকের জন্য আলোচনার কেন্দ্র হয়ে উঠেছেন মালাইকা। বরাবরই নিজেকে নিয়ে বিন্দাস তিনি কোনদিনই সমালোচকদের সমালোচনা তাকে ভাবায়নি। সম্প্রতি কিছুদিন আগেই স্বল্প পোশাক পড়া নিয়ে নেটিজেনদের সমালোচনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। কিন্তু তাতেও যে কোন লাভ হয়নি এবার তার প্রমাণ মিলল।
মালাইকার বিরুদ্ধে উচ্চারিত হলো এতদিন তাও স্বল্প পোশাক পরেছেন এবার কি তাও পরেরেনি। গত বৃহস্পতিবার বাদামী রঙের একটি পোশাকের জন্য তীর্যক মন্তব্য মুখোমুখি হতে হয় তাকে ।একটি বডি হাঙ্গিং পোশাক পড়ে জিমে এক্সেসাইজ করতে গিয়েছিলেন ।ত্বকের সঙ্গে রঙ মিশে যাওয়ায় দেখে মনে হবে তিনি যেন নগ্ন। তিনি গাড়ি থেকে নামার পরে ছবি তোলেন মিডিয়ার লোকেরা আর তারপরেই নানা রকম কুৎসিত মন্তব্যে ভরে গেছে।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও গুঞ্জন চলছিল এর আগে ।বলতে গেলে এখন বিতর্কের শিরোনামে নাম মালাইকার।