whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

দেশে বিপর্যয়! অনুদান দেওয়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বলি অভিনেত্রীর!

করোনা ভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে চলছে লড়াই প্রত্যেক মানুষ সেই লড়াই এ সামিল।লকডাউনের ফলে বন্ধ হয়ে প্রায় সবকিছু।আর দেশের দরিদ্র মানুষের স্বার্থে তাই এগিয়ে এসেছেন সকলে।সরকারের সঙ্গে দেশের জন্য ভাবছেন…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনা ভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে চলছে লড়াই প্রত্যেক মানুষ সেই লড়াই এ সামিল।লকডাউনের ফলে বন্ধ হয়ে প্রায় সবকিছু।আর দেশের দরিদ্র মানুষের স্বার্থে তাই এগিয়ে এসেছেন সকলে।সরকারের সঙ্গে দেশের জন্য ভাবছেন টলিউড বলিউড সেলেবরাও।যেমন করোনা ভাইরাসের সাথে লড়তে দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে 25 কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার ,55 লক্ষ দিয়েছেন সচিন তেন্ডুলকর,বরুন ধাওয়ান।3 কোটি দিয়েছেন বিরাট অনুষ্কাও ।এছাড়াও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিতে।

আপনার জন্য নির্বাচিত

কিন্তু প্র‌শ্ন্ উঠেছে সোনাক্সী সিনহা কেন সেই তালিকা থেকে বাদ পড়েছে?তার কোনো খবর শোনা যায়নি এই নিয়ে সমালোচনায় নেটিজেনদের রোষে পড়েছেন।আর সম্প্রতি মুখ খুলেছেন তিনি তাদের যোগ্য জবাব দিতে।তিনি বলছেন কেউ কেউ দান করেছেন আর সেটি ফলাও করে বলেছেন ক্যামেরার সামনে।দেশের জন্য অনুদান দেওয়া অবশ্যই প্রশনীয় কাজ আর তা যদি কেউ ক্যামেরার সামনে করে তাতেও ভুলের কিছু নেই। কারন একজনকে দেখে যদি আরো দশজন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তাতে দেশের মঙ্গল হবে।

কিন্তু একইভাবে কাউকে সাহায্য করলে বা অনুদান দিলেই যে তা ফলাও করে বলতে হবে তারও কোনো যৌক্তিকতা নেই।কাউকে না জানিয়েও এই কাজ করা যায় আর এটা ব্যক্তিগত ব্যাপার কেউ আড়ালেই সাহায্য করতে ভালোবাসেন।তাই যারা তার সম্পর্কে এসব ভাবতে বসেছেন তাদের জন্য নীরবতা পালন করা সবচেয়ে ভালো উপায়।শুধু তাই নয় এসব কথা বন্ধ করে নিজের কাজে মন দিন বলেও সমালোচকদের সতর্ক করেছেন।