whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

দেখা যাচ্ছে বুকের বিশেষ অংশ! হট পোজে নায়কের সঙ্গে একত্রে প্রিয়াঙ্কা! মুহূর্তে ভাইরাল ছবি

রাহুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কিছুদিন তেমনভাবে অভিনেত্রী দেখা না মিললেও বর্তমানে প্রায় প্রিয়াঙ্কাকে শিরোনামে পাওয়া যায়। তবে এর আগে এমন ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হতে তাকে দেখা যায়নি একের পর…

Published By: Web Desk | Updated:
Advertisements

রাহুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কিছুদিন তেমনভাবে অভিনেত্রী দেখা না মিললেও বর্তমানে প্রায় প্রিয়াঙ্কাকে শিরোনামে পাওয়া যায়। তবে এর আগে এমন ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হতে তাকে দেখা যায়নি একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত

সম্প্রতি তাকে একটি ফটোশ্যুটে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে।আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা।বলা হচ্ছে তিনি নাকি সেই নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সম্প্রতি টলিপাড়ায় হট পোজে নজর কেড়েছেন তিনি সঙ্গে রয়েছেন এক নায়কও।আর এই জুটির হট লুকে দেখে ভক্তরা কুপোকাত তো হয়েছেন সঙ্গে জল্পনাও শুরু করেছেন। উন্মুক্ত উরু অন্তবাসে শুট করেছেন । সেই ছবিটি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। ফটোশ্যুটে সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্ত। গুঞ্জন চলছে অভিনেতা যশ দাশগুপ্ত এর সঙ্গে চলছে প্রেম।

দেখা যাচ্ছে বুকের বিশেষ অংশ! হট পোজে নায়কের সঙ্গে একত্রে প্রিয়াঙ্কা! মুহূর্তে ভাইরাল ছবি

তবে এই প্রেম কাহিনী কিন্তু রিয়েল লাইফের নয় রিল লাইফের। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সুজিত মন্ডলের ছবিতে জমিয়ে প্রেম করতে দেখা যাবে প্রিয়াঙ্কা ও যশকে ।ছবির নাম ঠিক না হলেও পর্দাই নায়কের নাম অর্জুন ও প্রিয়াংকা চরিত্রের নাম হিয়া।সেই ছবির শ্যুটিং এর জন্যই এই ফটোশ্যুটে।

প্রসঙ্গত তার এই ছবি নিয়ে দু’ভাগে ভাগ হয়ে গেছেন নেটিজেনরা। একাংশ অভিনেত্রী সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিন্তু অপরপক্ষে বলছে এই ধরনের খোলামেলা ছবি পোস্ট করা ঠিক হয়নি।তবে সমালোচনাকে কখনোই গুরুত্ব দেননি তিনি।