whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

টলিউডে শোকের ছায়া, প্রয়াত এই বাঙালি অভিনেতা!

বাংলা সিনেমার জগতে খুবই পরিচিত একজন ব্যক্তি ছিলেন সন্তু মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই পড়াশোনার চাইতে অভিনয়ের প্রতি বেশি আগ্রহী ছিলেন তিনি। তাই উচ্চমাধ্যমিক পাশ করার পরে আর কলেজ জীবনে পদার্পন না…

Published By: Web Desk | Updated:
Advertisements

বাংলা সিনেমার জগতে খুবই পরিচিত একজন ব্যক্তি ছিলেন সন্তু মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই পড়াশোনার চাইতে অভিনয়ের প্রতি বেশি আগ্রহী ছিলেন তিনি। তাই উচ্চমাধ্যমিক পাশ করার পরে আর কলেজ জীবনে পদার্পন না করে শুরু করেন নাচ ও রবীন্দ্র সংগীত পাঠ। মাত্র ২৪ বছর বয়সে প্রখ্যাত চিত্রপরিচালক তপন সিনহার রাজা সিনেমা দিয়ে শুরু অভিনয় জীবন।

আপনার জন্য নির্বাচিত

মহানায়ক উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ বহু প্রখ্যাত অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে রাজা, সংসার সীমান্তে,গণদেবতা, দেবদাস,হারমোনিয়াম, ভালোবাসা ভালোবাসা ও ব্যাপিকা বিদাযয়ের মত বহু সিনেমা। ২০১৩ সাল পর্যন্ত সিনেমায় অভিনয় করার পর বাংলা টিভি সিরিয়ালে কাজ শুরু করেন তিনি।

গত ৪ ফেব্রুয়ারি রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ক্যান্সারের সঙ্গে তার তীব্র রক্তচাপ এবং সুগারের সমস্যা ছিল। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর একটু সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসেন। আজ সন্ধ্যায় মাত্র ৬৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি! বাবার মৃত্যুতে শোকাহত তার দুই মেয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও মেকআপ ডিজাইনার অপজা মুখোপাধ্যায়।