সাইফ আলী খান ও অমৃতা একমাত্র মেয়ে সারা আলি খান ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের হিট নায়িকা গতবছর কেদারনাথ ছবি দিয়ে তার প্রথম হাতেখড়ি হয়েছিল এরপর রণবীর সিংয়ের বিপরীতে সিমবা যথেষ্ট প্রশংসিত হয় বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে তার প্রচুর ফ্যান তার সাধারন কথাবাত্রা ইনোসেন্ট ভাব সরল মনোভাব সকলকে আকৃষ্ট করে তুলেছে তাই ইতিমধ্যে বলিউডে প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি। সারাও যথেষ্ট সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায় ।নিজের ফটোশ্যুট ভিডিও ছাড়াও তার সিনেমা সংক্রান্ত আপডেট দেন কখনো কখনো ভক্তদের উদ্দেশ্যেও পোস্ট করেন।
সম্প্রতি সারা আলি খান একটি ভিডিও ইন্টারনেট শেয়ার করেছে যা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বারানসি বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির থেকে reporting এর কাজ করছে। মন্দির সংলগ্ন গলিতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে। আর তার সঙ্গে সঙ্গে লোকাল গাইডের এর কাজও করছেন। নিজের ফ্যানেদের জায়গাটির সঙ্গে পরিচয় করে দিচ্ছেন।
এই ভিডিওটিতে তাকে দেখা গেছে একেবারে অন্য লুকে।কপালে তিলক গলায় ফুলের মালা পরে বলেছেন নমস্কার দর্শকরা বারানসি থেকে বলছি। কি দারুণ দিন তিনি তার ফ্যানেদের উদ্দেশ্যে এটাও বলেছেন যদি কম খরচে ঘুরতে চান তাহলে সবচেয়ে ভালো জায়গা এই বারাণসী। ভিডিওটি শেয়ার করতেই লাইকের বন্যা বয়ে গেছে।ইতিমধ্যে অনেকে কমেন্টে প্রতিক্রিয়াও জানিয়েছেন।অনেকেই প্রশ্ন করেছেন বারানসীতে তিনি কি করছেন কেবলই কি সময় কাটানোর জন্য। তার পোস্ট থেকে জানা গেছে নতুন একটি সিনেমার শ্যুটিং এর জন্যই তার ওখানে যাওয়া।এখন অপেক্ষা সিনেমা মুক্তির।