কলির যুগ! স্ত্রী শ্রাবন্তীর পা টিপে দিচ্ছেন স্বামী রোশন! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement

বাঙ্গালীদের কাছে হার্টথ্রব চ্যাম্পিয়নের সেই মিষ্টি নায়িকা এখন এক সন্তানের মা কিন্তু এখনো নেটদুনিয়ায় এক লহমা ঝড় ওঠে শ্রাবন্তির আগমনে। ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই চর্চিত হন তিনি। নানা সমস্যার পর প্রথম দুটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠলে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে ।কিন্তু সেগুলি পাত্তা না দিয়ে বর্তমানে সুখে সংসার যাপন করছেন তিনি আর তাদের গভীর প্রেমের প্রমাণ আবারও মিললো।

Advertisements

এই দম্পতির প্রেম দেখে অনেকেই ঈর্ষান্বিত হন ।দেখলেই মনে হয় দুজনই দুজনকে যেনো চোখে হারান ।তাইতো শ্রাবন্তির শুটিংয়ের মাঝেমধ্যেই দেখা মেলে রোশনের। আর দুজনেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট একটিভ। বিয়ের পর থেকেই নিজেদের ছবি ভিডিও শেয়ার করেন ভক্তদের সাথে ।নিজেদের ব্যক্তিগত মুহূর্ত অভিজ্ঞতা শেয়ার করেন আর সেগুলিতে দুজনের খুনসুটি ভালোবাসা সবটাই ধরা পড়ে।

Advertisements

সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে তাদের ।সেখানে দেখা যাচ্ছে শ্রাবন্তীর পা টিপছেন রোশান ব্যাকগ্রাউন্ডে বাজে ম্যায় জরুকা গুলাম বনকে রহুঙ্গা।আর ভিডিওতে লাইকের সঙ্গে রয়েছে মজার মজার কমেন্ট।ইন্সটাতে শেয়ার করার পর থেকেই হাসির react এ ভরে গেছে তার ইন্সটা।

প্রসঙ্গত 2000 সালে মুক্তি পেয়েছিল পরিচালক শাকিল নুরানীর সিনেমা জোরু কা গুলাম। গোবিন্দ টুইংকেল খান্না নানা জনপ্রিয় অভিনেতাদের দেখা গিয়েছিল এই সিনেমা সেই সময়ে বক্স অফিসে হিট হয়েছিল।আর সেই সিনেমার গান নিয়েই মজার ভিডিও শ্যুট করেছেন শ্রাবন্তী ও রোশন যা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে।

Related Articles