করোনা মোকাবিলায় ভারতের পাশে অক্ষয় কুমার! ২৫ কোটির পর ফের দিলেন বড়সড় অনুদান

Advertisement

ভারতে করোনা মোকাবিলায় অনুদানের শীর্ষে রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসুরক্ষা তহবিল পিএম কেয়ারে প্রথমেই তিনি ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। আবারো নতুন করে দেশবাসী সহ ভারতমাতার সুরক্ষার জন্য অনুদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisements

দেশে করোনা মোকাবিলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার। কিন্তু স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুয়ইমেন্ট নেই এবং স্বাস্থ্য পরিকাঠামোগত দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ভারত। অভাব রয়েছে করোনা টেস্টিং কিট, পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। এবার সেই দিকেই দৃষ্টিপাত করলেন অক্ষয়।

Advertisements

দেশের জন্য আরও ৩ কোটি টাকার অনুদান করলেন বিএমসি সংস্থায় যেখানে এই সকল দ্রব্যগুলি তৈরি করা হচ্ছে আংশিক সরকারি তরফে। যদিও এসব নিয়ে মুখ খুলতে একেবারেই রাজি নন অক্ষয়। এক বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই তথ্যের সত্যতা যাচাই করা হয়েছে। এর আগেও দেশের দুরবস্থায় পাশে এসে দাঁড়িয়েছেন অক্ষয়, বহু বড় অঙ্কের অনুদান দিয়ে যথাসাধ্য সাহায্য করেছেন সরকারকে, কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার অভিনেতা যে মনের দিক দিয়ে কতখানি ভারতীয় তা তার মহৎ ও উন্নয়নমূলক কাজগুলিতেই যথেষ্ট প্রকাশ পেয়েছে।

Related Articles