করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বিদ্যা বালান! দান করলেন পিপিই কীট

করোনার করালগ্রাসে বিশ্ব! দেশেও বেড়ে চলেছে করোনার আতঙ্ক করোনার বিরুদ্ধে দিনরাত যুদ্ধ করে চলেছে চিকিৎসক ও সাস্থকর্মীরা। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন বহু চিকিৎসক ও সাস্থকর্মীরা। তাদের সুরক্ষার কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা ববালান। দান করলেন এক হাজার পিপিই কীট। এবিষয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিদ্যা জানিয়েছেন, করোনা যুদ্ধে সৈনিকদের পাশে থাকতে পেরে তিনি গর্বিত। পাশাপাশি দেশের বাকি মানুষদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।
ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওটির ক্যাপশনে বিদ্যা লিখেছেন, “চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের বাঁচাতে এই পিপিই কীট অতি জরুরি। তাঁদের পাশে আছি, এই সামান্য প্রয়াস সেকথাই বলছে। সবাই এগিয়ে এলে দানের পরিমাণ বাড়বে। তাতে সুরক্ষিত থাকবেন সৈনিকেরা। তাঁদের হাত ধরে বিশ্ব মুক্ত হবে করোনা সংক্রমণ থেকে।”
উল্লেখ্য, করোনার জেরে লকডাউন গোটা দেশ। তার জেরে আপাতত বন্ধ রয়েছে বিদ্যা বালনের আগামী ছবি ‘শকুন্তলা দেবী’র শুট। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। ‘শকুন্তলা দেবী’ ছবিটি তৈরি হচ্ছে মানব কম্পিউটার হিসেবে পরিচিত শকুন্তলা দেবীর জীবনী নিয়ে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। পরিচালক অনু মেননের পরিচালনায় আগামী বছরের ৮ মার্চ শুভমুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।