নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

করোনার মারণ ছোবলে বিশ্ব! ফুল রোমাঞ্চে নিক-প্রিয়াঙ্কা! তুমুল গতিতে ভাইরাল ভিডিও

বলিউড হলিউড প্রেমিক-যুগল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস তাদের সম্পর্ক বিয়ে ইত্যাদি নিয়ে সবসময় সরগরম থেকেছে বলিউড কিন্তু তাদের দুজনের বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে ব্যাপক ।তবে এসব কখনোই বাধা হয়ে দাড়ায়নি বরঞ্চ তারা নিজেরাই বলেছেন বয়স একটা

Published By: Sangbad Safar Desk | Updated:

বলিউড হলিউড প্রেমিক-যুগল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস তাদের সম্পর্ক বিয়ে ইত্যাদি নিয়ে সবসময় সরগরম থেকেছে বলিউড কিন্তু তাদের দুজনের বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে ব্যাপক ।তবে এসব কখনোই বাধা হয়ে দাড়ায়নি বরঞ্চ তারা নিজেরাই বলেছেন বয়স একটা সংখ্যা মাত্র তার সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই।আর বিয়ের পর থেকেই দুজনের গভীর প্রেম সম্পর্কের মিষ্টি রসায়ন সবার কাছে ফুটে উঠেছে।

আপনার জন্য নির্বাচিত

এমনকি চোখ রাঙাচ্ছে করোনা কিন্তু ভালোবাসায় খামতি নেই তাদের মধ্যে। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক গত কয়েকদিন ধরে মার্কিন মুলুকের হোম কোয়ারান্টাইন রয়েছেন এই তারকা দম্পতি। হু এর মতে করোনার আগামী ভরকেন্দ্র সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে নিউইয়র্ক এ হোম কোয়ারান্টাইন থেকে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করলেন প্রিয়াঙ্কা ।

ইনস্টাগ্রামে লাইভে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ছিলেন এই তারকা দম্পতি সেই সময় নিককে চুম্বন করে প্রিয়াঙ্কা ।আর সম্প্রতি এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে বাদামী রঙের জামশ্যুটে আর নেভি ব্লু শার্ট নিক জোনসকে।

দিন কয়েক আগে হু এর অধিকর্তার সঙ্গে আলাপ আলোচনা করতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।সেই আসরে কোভিড 19 সংক্রমন নিয়ে একাধিক সওয়াল জবাব পর্ব দুই পক্ষে চলেছে।বিশ্বকে সচেতন করতে ইউনিসেফের দূত হিসেবেও টুইটারে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।