Advertisements

করোনার আতঙ্ক! সেল্ফ আইসোলেশনে প্রেমিকের সঙ্গে এক বাড়িতে আলিয়া! তুমুল গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল রানবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কটা কি খুব একটা ভালো যাচ্ছে না ।আলিয়ার জন্মদিনের দিন ও দুজনকে একসাথে দেখা যায়নি কেক কাটার সময় সবাইকে দেখা গেলেও অনুপস্থিত ছিল রানবির। কিন্তু এবার সেইসব গুঞ্জন উড়িয়ে দিয়েছে এক নিমেষে।

করোনার জেরে দেশজুড়ে লকডাউন। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু এই কঠিন পরিস্থিতিতে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন এই প্রেমিক যুগল। লকডাউন এর সময় একই সাথে থাকছে এই লাভ বার্ডস। শনিবার ইন্টারনেটের সামনে এসেছে এক ভিডিও যেখানেই এই জুটিকে আলিয়ার অ্যাপার্টমেন্টের নিচের একসাথে দেখা গেছে। সেল্ফ আইসোলেশন কিন্তু প্রিয়জনের কাছ থেকে দূরে থাকবে কিকরে? তাই একই সাথে থাকার সিদ্ধান্ত।বলিউডে শোর একসঙ্গে কাটাচ্ছেন রনবীর কাপুর আলিয়া ভাট। সবার থেকে দূরে থাকলেও নিজেদের থেকে দূরে নয় অর্থাৎ মানসিক দূরত্ব মোটেই ঘেঁষতে দিচ্ছেন না তাঁদের চারপাশে।

বিশ্বজুড়েই সতর্কতা অবলম্বন করতে বন্ধ স্কুল কলেজ shopping mall সিনেমা সিরিয়াল শুটিং ,প্যাসেঞ্জার ট্রেন ।লক ডাউন শহর জুড়ে। করোনা ভাইরাস এর জন্য দেশের সকলেই নিজেদের হোম কোয়ারেন্টাইন এ রেখেছেন। সেই তালিকা থেকে বাদ নেই বলিউড শিল্পীরা ।তবে সময়ের সুযোগ সদ্ব্যবহার করে নিচ্ছেন তারা। পরিবার প্রিয়জন সকলের সাথে সময় কাটাচ্ছেন। পাপ্পারাজির ক্যামেরায় বন্দি হয়েছেন ঘরবন্দী রনবীর আলিয়া। ভিডিওতে রনবীরের সারমেয়কে সঙ্গে নিয়ে এই জুটিকে এক হাটতে দেখা গেছে apartment এর নীচে। শনিবার ইনস্টাগ্রামের দেওয়ালে আলিয়া শেয়ার করে নিয়েছিলেন তাদের চারপেয়ে সন্তানের ছবি। দেখুন ভাইরাল সেই ভিডিও-

Related Articles