whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনার আতঙ্কের মাঝে নীল বিকিনিতে উষ্ণতা ছড়ালেন টলি অভিনেত্রী!

বলা হয়েছে তারকা জগৎ যতটা রঙিন বলে মনে হয় ততটা নয় প্রতিনিয়ত লড়াই এর জায়গা এটি নতুন নতুন মুখের চাহিদায় অনেক সময় পুরনো অভিনেতারা বাতিলের তালিকায় চলে যায়। কিন্তু ঋতুপর্ণা…

Published By: Web Desk | Updated:
Advertisements

বলা হয়েছে তারকা জগৎ যতটা রঙিন বলে মনে হয় ততটা নয় প্রতিনিয়ত লড়াই এর জায়গা এটি নতুন নতুন মুখের চাহিদায় অনেক সময় পুরনো অভিনেতারা বাতিলের তালিকায় চলে যায়। কিন্তু ঋতুপর্ণা এই কথার ভুল প্রমাণ করে দেখিয়েছেন যে সময়ের সাথে নিজেকে দক্ষ করে তুললে হারিয়ে যাওয়ার ভয় থাকেনা। কাজের খিদে আর পরিশ্রম যদি নিজের মধ্যে থাকে তাহলে কোন কিছুই অন্তরায় হয়ে দাঁড়ায় না।
আর এই কারণেই 2020 তে দাঁড়িয়েও সকলের কাছে সমান জনপ্রিয় তিনি যত সময় কাছে একের পর এক ছবিতে তুখোড় অভিনয় করে প্রশংসিত হয়েছেন ।সম্প্রতি তার একটি ছবি বিদ্রোহিনী মুক্তি পাওয়ার অপেক্ষায় ছিল যেখানে তাকে দেখা গেছে আইপিএস অফিসারের ভূমিকায়।

আপনার জন্য নির্বাচিত

জোর কদমে চলছিল বিদ্রোহিনী প্রচারও কিন্তু হঠাৎ করেই করোনার আতঙ্কে ,সতর্কতার কথা ভেবে বর্তমানে গোটা দেশেই বন্ধ সিনেমা সিরিয়াল শুটিং ইত্যাদি। আর এই কারনেই তারকারাও রয়েছেন ঘরে। তবে সময়ের সুযোগ সদ্ব্যবহার করে নিচ্ছেন তারা। এই সময়ে পরিবারের সাথে চুটিয়ে মজা করছেন ঋতুপর্ণাও। তার দুই ছেলেমেয়ে কলকাতায় থাকে না তাই সব সময় তাদের কাছে পাওয়া হয়ে উঠে না, এবার তাই সুযোগ পেয়ে তাদের সাথে মস্তিতে মেতে উঠেছেন নায়িকা।

মেয়ে রিশনাকে নিয়ে নেমে পড়েছেন সুইমিং পুলে, জলে ভেজা গায়ে আকাশী নীল বিকিনিতে পোজ দিয়েছেন মেয়ের সঙ্গে। এমনিতেই সেভাবে তাকে খোলামেলা পোশাকে দেখা যায়না সালোয়ার-কামিজ শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি ।কিন্তু তার মধ্যেও নীল স্বচ্ছ জলে নিজেকে ভাসিয়ে দিয়ে হট এন্ড সেক্সি লুকে চমকে দিয়েছেন সকলকে।