করোনার আতঙ্কের মাঝে চুমু খেয়ে ফুর্তিতে ব্যাস্ত এইসব তারকারা! ঝড়ের গতিতে ভাইরাল সেই দৃশ্য

Advertisement

পুনাম পান্ডে মানে উষ্ণতা গনগনে বিতর্কে আচ।পুনম মানেই উষ্ণতা আর সঙ্গে সমালোচনা লাইমলাইট এর ভিতরে কি করে থাকতে হয় তা তার থেকে ভালো আর কেউ জানেনা।
বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী চেয়েও ভয়ংকর বলে ব্যাখ্যা করেছেন।

Advertisements

এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে ভারতের বহু রাজ্যের শপিংমল সিনেমাহল জিম সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।সব রকম শুটিং বন্ধ হয়ে গেছে। এছাড়াও করোণা থেকে বাঁচতে সোশ্যাল ডিসটেন্স বা একে অপরের থেকে দূরে থাকার উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা কিন্তু কিছু তারকা এই আতঙ্ককে সঙ্গে নিয়েই চালাচ্ছেন তাদের উদ্দাম প্রেম। ভক্তরা সেই প্রেমের নাম দিয়েছেন করোনা প্রেম।

Advertisements

আর এখানেই নজর কেড়েছেন পুনম পান্ডে নানাভাবে খবরের শিরোনামে থাকতে চান তিনি এবারেও তার অন্যথা হলো না ।তাই করোনার সময় তার কান্ড কারখানা সামনে আনলেন সোশ্যাল মিডিয়ায় ।এমন একটি ছবি পোস্ট করেছেন যেখান থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল ডিসটেন্স রাখার কথা বললেও তার মাঝেই মুখে রুমাল বেঁধে ই তিনি স্পর্শ করেছেন তার প্রেমিকের ঠোঁট।

আবার যেখানে ভীড় এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সেখানে তিনি একটি শপিং মলে এই কাজ করেছেন।করোনা ভয় যে তাকে ছুতে পারেনি তা বোঝাই যাচ্ছে কিন্তু এমন করে তিনি যে বার্তা দিচ্ছেন সেটা কি ঠিক হচ্ছে? মানুষ যখন এই সময় আতঙ্কিত তখন তাদের সচেতন করার বাড়তি দায়িত্ব থাকে তারকাদের উপর আর সেখানে দাঁড়িয়ে তাদের এমন কাজ মোটেও যুক্তিযুক্ত নয়।

Related Articles