‘একটি গাছ, একটি প্রাণ’! লকডাউনে গাছ লাগিয়ে নজর কাড়লেন রচনা ব্যানার্জী

সন্ধ্যা নামলেই বাঙালির ঘরে ঘরে চালু হয় জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১’। কিন্তু লকডাউনের জেরে চিত্রটা একে বারেই পাল্টে গিয়েছে। হচ্ছে না আর কোনো নতুন শো, ন’বছর ধরে চলা এই শো এর রিপিট টেলিকাস্ট দেখেই দিন কাটাচ্ছেন সকলে। ‘দিদি নং ১’ এর সঞ্চালিকা রচনা ব্যানার্জীকে না দেখলে সন্ধের সময়টা ঠিক জমে ওঠে না এমনটাই বক্তব্য বহু বাড়ির কর্ত্রীদের। উল্লেখ্য, নারীকেন্দ্রিক এই গেম শো বহু সিজন পার করে এলেও এর টিআরপি আজও এতটুকু কমেনি।
বলতে গেলে জনপ্রিয় এই শো-এর প্রধান চরিত্রে রচনা ব্যানার্জী। বর্তমান লকডাউন পরিস্থিতিতে তিনিও রয়েছেন গৃহবন্দি। পাশাপাশি বাংলার সমস্ত দিদিদের ও তাদের পরিবারকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন তিনি। কিছুদিন আগেই দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রচনা।
লকডাউনে গৃহবন্দি অবস্থায় আরও এক নয়া অবতারে দেখা গেল এই অভিনেত্রীকে। দুঃসময়ে দরিদ্রদের সাহায্য করার পাশাপাশি সবুজায়নে মন দিলেন তিনি। বাড়িতে টবের মধ্যে নানান ধরনের গাছ লাগাচ্ছেন, এবং সেগুলির পরিচর্যাও করছেন নিজের হাতেই। সেই বিশেষ মুহূর্তের ছবিগুলি তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন। প্রায় সাথেসাথেই পোস্টের শেয়ার বাড়তে থাকে ঝড়ের গতিতে। অভিনেত্রীর এই মহান উদ্যোগে ভীষন খুশি নেটিজেনরা।