Advertisements

এই চোখে যেন সবকিছুই অস্পষ্ট। যা দেখছি, সবটাই ঝাপসা মনে হচ্ছে: অমিতাভ বচ্চন

Advertisements

77 বছরেও কাজের দুনিয়া থেকে থমকে যাননি অমিতাভ। পর্দায় তার উপস্থিতি এখনো দর্শকদের মন কাড়ে। এখনো তার ঝুলিতে এক মুঠো ছবি সুজয় ঘোষের থ্রিলার বদলা ছবিতে তাকে শেষবার দেখা গেছিল আপাতত তিনি সুজিত সরকারের গুলাবো সি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু হঠাৎ করে লকডাউন এর ফলে সকলের মতো তিনিও গৃহবন্দী। তবে গৃহবন্দী থেকেও কাজে ছুটি নেননি।

সম্প্রতি এক ছাদের নিচে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন রজনীকান্ত প্রিয়াঙ্কা চোপড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে যেখানে সারাদেশে বন্ধ শুটিং সেখানেই লকডাউন এ এত তারকা একসাথে শুট করেছেন কিন্তু পুরোটাই ভার্চুয়ালি নিজের নিজের ঘরে বসে। এই ছোট ভিডিওটির মাধ্যমে তারা যে বার্তা দিয়েছেন তা অসম্ভব সুন্দর। “আমাদের ছবির দুনিয়াও এরকম একটি পরিবার তাই যারা দৈনিক মজুরি সেখানে কাজ করেন তাদের পরিবারের পাশে রয়েছেন পুরো ইন্ডাস্ট্রি”।

কিন্তু সম্প্রতি বিগ বি একটি পোস্ট শেয়ার করেছেন যা নিয়ে উদ্যোগে রয়েছেন ভক্তরাও। বলিউড সম্রাট অমিতাভ বচ্চন সম্প্রতি একটি ব্লগে লিখেছেন তিনি নিজের দৃষ্টি শক্তি নিয়ে উদ্বিগ্ন অন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। ব্লগে লিখেছেন এই চোখে যেন সবকিছুই অস্পষ্ট। কয়েকদিন ধরে যা দেখছি সমস্তটাই ঝাপসা মনে হচ্ছে, দৃষ্টিশক্তি ক্ষীন হয়ে আসছে। যদিও বা এই সমস্যার চিকিৎসা চলছে।

https://www.instagram.com/tv/B-uVZazBe8x/?igshid=1hd67ffwdemfu

তবে অনুরাগীদের আশ্বস্ত করে তিনি আরো বলেছেন ডাক্তার তাকে ভরসা দিয়েছেন তিনি অন্ধ হবেন না। সারাক্ষণ সোশ্যাল স্ক্রিনে তাকিয়ে থাকার ফলেই এই সমস্যা হচ্ছে যার প্রভাব চোখের উপর পড়ায় ডাক্তার প্রতি ঘন্টায় চোখে দেওয়ার জন্য আই ড্রপ দিয়েছেন। কম্পিউটারে বেশিক্ষণ বসার ফলে ঘটেছে সমস্যা। যদিওবা এই পোস্ট পড়ার পরেও ভক্তরা যথেষ্ট চিন্তিত আছেন, খারাপ কিছু যেন না ঘটে এই প্রার্থনা করছেন সকলে।

Related Articles