টেক নিউজ

৬ হাজার টাকার থেকেও কম দামে বাজারের সেরা ৫ টি স্মার্ট ফোন, রইল তালিকা

Advertisement
Advertisement

স্মার্টফোন এখন সবার হাতে হাতে কিন্তু অনেকেই আছেন যারা অর্থাভাবে স্মার্টফোন কিনতে পারছেন না, অথচ এখন স্মার্টফোন এর প্রয়োজনীয়তা প্রতি মুহূর্তে। এই সব সাধারন মানুষের কথা ভেবে কিছু ব্যান্ড ফোন এনেছে
যাতে সব রকম বাজেটের ক্রেতাদের হাতেই ফোন তুলে দেওয়া যায়। দেখে নিন ছয়হাজারের মধ্যে সেরা স্মার্টফোন।

1) এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং আর এর কারন হল স্যামসাং বরাবরই তাদের রেঞ্জটি সবার সাধ্যের মধ্যে রেখেছে। ৬০০০ দামের মধ্যে স্যামসাং গ্যালাক্সি M01 core ফোনটি বেশ ভালো। ৫.৩ ইঞ্চি ডিসপ্লে সহ 3000 mah ব্যাটারি রয়েছে এতে। ফোনের ভিতরে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। সঙ্গে এক জিবি RAM ও ষোল জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ফোনটির দাম মাত্র 5499 টাকা।

2) Redmi 5A- 5 inch display সহ ফোনের ভিতরে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। রয়েছে 2 জিবি Ram ও ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত এই ফোনটির দাম পড়বে মাত্র ৪৯৯৯ টাকা।

3) Xiaomi Redmi 4A- এটি একটি ডিজাইন পারফরমেন্সের এন্ট্রি লেভেল ফোন। ফোনের ভিতরে রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। দু জিবি RAM আর 16 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনে রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে। পাশাপাশি মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত এই ফোনটির দাম পড়বে ৫৯৯৯ টাকা।

4) Xolo Era 1X : Xolo Era 1X- এই ফোনের ভিতরে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। এক জিবি Ram ও আট জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এতে। ব্যাটারি থাকছে 2500mAh , 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত এই ফোনটির দাম পড়বে মাত্র 5149 টাকা।

5) micromax canvas XP 4G- ফোনের ভিতরে রয়েছে এক গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। 3gb Ram ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এতে। 5 ইঞ্চি ডিসপ্লে, 2000 mah ব্যাটারি, 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা 2 মেগাপিক্সেল ফন্ট ক্যামেরার সহ ফোনটির দাম পড়বে ছয় হাজারের মধ্যে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles