টেক নিউজ

আর ফ্রি নয়, এবার Google Pay-এর মাধ্যমে টাকা পাঠালেও দিতে হবে চার্জ!

তবে মনে রাখতে হবে, এই টাকা পাঠাতে গেলেই দিতে হবে চার্জ।

Advertisement
Advertisement

গুগল পে ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে গুগল পে-র মাধ্যমে টাকা পাঠাতে হলে দিতে হবে নির্দিষ্ট শুল্ক। এমন খবর শোনা যাচ্ছে। ২০২১-র জানুয়ারি থেকে গুগল পে পিয়ার টু পিয়ার পেমেন্টের সুবিধা বন্ধ করতে চলেছে৷ এর পরিবর্তে টাকা পাঠালেই তৎক্ষণাৎ পাওয়া যাবে, এমন সুবিধা দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে।

তবে মনে রাখতে হবে, এই টাকা পাঠাতে গেলেই দিতে হবে চার্জ। যদিও কত টাকা দিতে হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। এখন শুধুই মোবাইল বা pay.google.com থেকে টাকা পয়সা পাঠানো যায়। তবে এবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এই ওয়েব অ্যাপটি বন্ধ হচ্ছে৷ ২০২১-র জানুয়ারি থেকে pay.google অ্যাপের মাধ্যমে আর টাকা পাঠাতে পারবেন না৷ এর জন্য গ্রাহককে গুগল পে ব্যবহার করতে হবে।

তবে চিন্তার কারণ নেই, গুগল পে অ্যাপের একটি নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে। আমেরিকাতে ইতিমধ্যেই এই অ্যাপটি লঞ্চ হয়ে গেছে। আশা করা যায়, ভারতের ইউজারদের জন্যও এই অ্যাপটি শীঘ্রই উপলব্ধ হবে। বর্তমানে ডেবিট কার্ডের সাহায্যে টাকা পাঠাতে গেলে ১.৫ শতাংশ বা ০.৩১ ডলার শুল্ক দিতে হয় বলে গুগল সাপোর্ট পেজ ঘোষণা করেছে।

Related Articles