অফবিট

মীরাক্কেল! মৃত্যুর ৪৫ মিনিট পরে পুনর্জন্ম, বিশ্বের নজর কাড়ল এই ব্যক্তি

টানা ৪৫ মিনিট তাঁর শ্বাস বন্ধ হয়ে গেছিল। ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে।

Advertisement
Advertisement

এ যেন ঠিক মিরাক্কেল। ৪৫ মিনিট হার্ট বন্ধ থাকার পরও বেঁচে উঠলেন এক পর্বতারোহী। টানা ৪৫ মিনিট তাঁর শ্বাস বন্ধ হয়ে গেছিল। ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। তবে শেষপর্যন্ত মেডিক্যাল টিমের তৎপরতায় আবারও চালু হয় হৃদযন্ত্র। বেঁচে উঠলেন মরে যাওয়া মানুষটি। এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে হারিয়ে যায় এক ব্যক্তি। তাঁকে মেডিকেল টিম উদ্ধার করে নিয়ে আসে। এই ব্যক্তির বয়স ৪৫ বছর। এই ব্যক্তির নাম মাইকেল ন্যাপিনস্কি। গত রবিবার পাহাড় থেকে উদ্ধার করে মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাঁকে।

তবে হাসপাতালে আনার পর কোনও অর্গানে সারা না পাওয়ায় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডাঃজেনেল জানাচ্ছেন, “হাসপাতালে পৌঁছানোর পর তাঁর পালস পাওয়া যায়, কিন্তু পরক্ষনেই তার পালস বন্ধ হয়ে যায়। তিনি ইআরে থাকাকালীন মারা গিয়েছিলেন।” তবে চিকিৎসক দল বারবার সিপিআর করায় এবং extracorporeal membrane oxygenation (ECMO) মেশিনের সাহায্যে হৃদযন্ত্র চালু করার চেষ্টা করে।

কিন্তু হাজার চেষ্টা করেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তবে এরপরেই ঘটল এক মিরাক্কেল। অবশেষে ৪৫ মিনিট পর হঠাৎ করে ফিরে আসে তার জীবন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ বলে জানাচ্ছে ডাক্তারমহল। এরকম ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছে চিকিৎসকেরা।

Related Articles