নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার তাহেরপুর থানা এবং চাইল্ড লাইন শ্রীমা মহিলা সমিতির যৌথ প্রয়াসে উদ্ধার ৫ শিশু

এলাকাবাসী ফোন করে তাহেরপুর থানায় জানালে তাহেরপুর থানা গতকাল রাতেই উদ্ধার করে ওই পাঁচ শিশু-কিশোরকে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- গতকাল রাতে বাদকুল্লার জালালখালি এলাকায় ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায় পাঁচটি বাচ্চাকে। এলাকাবাসী ফোন করে তাহেরপুর থানায় জানালে তাহেরপুর থানা গতকাল রাতেই উদ্ধার করে ওই পাঁচ শিশু-কিশোরকে। আজ সকালের নদীয়া জেলা চাইল্ড লাইন শ্রীমা মহিলা সমিতির সহায়তায় তাদেরকে হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

নদীয়া জেলা চাইল্ড লাইনের পক্ষে দেবব্রত কর্মকার জানান ওই পাঁচ শিশু-কিশোরের কাছ থেকে আপাতত পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় কালীনারায়নপুর, গাংনাপুর ,কৃষ্ণনগর, সহ নদীয়ার বিভিন্ন প্রান্তে বাড়ি থেকে হারিয়ে গেছে। ওই বাচ্চাদের কাছ থেকে পূর্ণাঙ্গ ঠিকানা বুঝে পেতে বেশ কিছুদিন দেরি হবে। তাই হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে আপাতত।

বিশেষ সূত্র অনুযায়ী জানা যায়, বিভিন্ন ভাবে হারিয়ে যাওয়া বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই স্টেশনে পৌঁছায়, যদিও বর্তমান সময়ে ট্রেন চলাচল বন্ধ। তবে স্বাস্থ্য কর্মী রেল কর্মচারীদের জন্য যাতায়াত করা দু-একটি ট্রেন চলার কারণে তাতে উঠে চলে আসে দু-একটি স্টেশন।

Related Articles