নদীয়া সংবাদনিউজরাজ্য

“ভাতা নয় কাজ চাই”, থালা হাতে কৃষ্ণনগরের রাজপথে নামল ছেলে-মেয়েরা

আবার অনেকের দাবি , কাগজ-কলমে ভাতা চালু হলেও এখনো পর্যন্ত সরকারি ভাতার অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত বেশকিছু ব্যক্তি।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- নদীয়ার কৃষ্ণনগরে “ভাতা নয় চাকরি চাই” এই দাবী নিয়ে পথে পথে নামল যুবশ্রীর ছেলে মেয়েরা। তাদের দাবি প্রতিশ্রুতি অনুযায়ী তাদের এখনো চাকরি দেওয়া হয়নি, তাদের বক্তব্য ভাতা দিতে হবেনা চাকরিটা দিন।

আবার অনেকের দাবি , কাগজ-কলমে ভাতা চালু হলেও এখনো পর্যন্ত সরকারি ভাতার অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত বেশকিছু ব্যক্তি। তাদের দাবি অবিলম্বে চাকরি দিন এমনই দাবি নিয়ে সেইসব যুবক-যুবতীরা থালা হাতে ভাতা নয় চাকরি চাই .

এই দাবী নিয়ে পথে নামলেন এই দিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে জেলাশাসক ভবনের নিকট একটি রেলি করে পৌঁছান তারা। এবং সেখানেই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ডেপুটেশন জমা দেন নদীয়া জেলা শাসকের কাছে।

Related Articles