নিউজরাজ্য

পুজোর মরশুমে আরও ১৩টি নতুন ট্রেন চালানোর আর্জি পূর্ব রেলের

এই আবেদনের পাশাপাশি রেলের আর্থিক দিকটাও চাঙ্গা করার বিষয়ে উল্লেখ করেছে পূর্ব রেল।

Advertisement
Advertisement

আগামী মাসেই দুর্গাপূজা। আর এই আগামী মাসেই পূর্ব রেলের ট্রেন চলাচল খানিকটা স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে। রেল বোর্ডকে পাঠানো পূর্ব রেলের চিঠিতে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, ওই চিঠিতে ১৩টি ট্রেন চালানোর জন্য রেল বোর্ডকে অনুরোধ করেছে পূর্ব রেল।

এই আবেদনের পাশাপাশি রেলের আর্থিক দিকটাও চাঙ্গা করার বিষয়ে উল্লেখ করেছে পূর্ব রেল। পূর্ব রেল জানিয়েছে পুজোর সময় ওই নির্দিষ্ট ট্রেনগুলিতে চাহিদা থাকে অনেক। আর তাই পূর্ব রেলের হিসেব অনুযায়ী পুজোর সময় ওই ট্রেনগুলি চললে মাসে প্রায় ২৩ কোটি টাকা আয় করতে পারবে ভারতীয় রেল। তবে আগামী মাসে শুধু দুর্গাপুজোই নয়, রয়েছে নবরাত্রি, দুর্গাপুজো, দশেরা, দীপাবলি এবং ভাইফোঁটার মতো আরও বেশ কিছু উৎসব।আর এই উৎসবগুলিতে কেন্দ্র করে যাত্রী সংখ্যা বাড়বে বলেই আশা করছে ভারতীয় রেল।

এছাড়া ভকরণে আবহের মধ্যেও সব বিধিনিষেধ মেনে আস্তে আস্তে পর্যটন কেন্দ্রগুলি খুলতে শুরু করেছে। আর তাই সেক্ষেত্রেও ট্রেনের চাহিদা বাড়ার সম্ভবনা রয়েছে। রেল বোর্ডের কাছে তাই হাওড়া শিয়ালদহ থেকে আরও ১৩টি রেল চালানোর অনুমতি চাইছে পূর্বরেল।

Related Articles