নদীয়া সংবাদনিউজরাজ্য

শান্তিপুর ফায়ার ব্রিগেড দলের তৎপরতায় ১৫ ফুট কুয়ো থেকে উদ্ধার ৮৬ বছরের বৃদ্ধ

সন্তোষ রায় নামে এক ৮৬ বছরের বৃদ্ধকে আজ ভোর চারটে নাগাদ প্রায় ১৫ ফুট গভীর এক পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করে শান্তিপুর ফায়ার ব্রিগেডের দল।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুরের ৪ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ পল্লী এলাকায় সন্তোষ রায় নামে এক ৮৬ বছরের বৃদ্ধকে আজ ভোর চারটে নাগাদ প্রায় ১৫ ফুট গভীর এক পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করে শান্তিপুর ফায়ার ব্রিগেডের দল।

পারিবারিক সূত্রে জানা যায় সন্তোষ রায় আজ ভোর চারটে নাগাদ তার শয্যাগত অসুস্থ স্ত্রী শান্তি দেবীর মলমূত্র ফেলার উদ্দেশ্যে বাড়ির পিছনে যায়, কিন্তু ঘুম চোখে অসাবধানবসত আকস্মিক পড়ে যায় কুয়োর মধ্যে। গোঙরানির শব্দতে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রাথমিকভাবে চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা, বাধ্য হয়ে শান্তিপুর ফায়ার বিগ্রেটে ফোন করার পর দীর্ঘ আধ ঘণ্টার চেষ্টার ফলে উদ্ধার হয় ওই বৃদ্ধ।

মাথা, এক হাত এবং এক পা গুরুতরভাবে জখম হওয়ার ফলে তাৎক্ষণিক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ আগে তার জ্ঞান ফেরে বলে দাবি করে পরিবারের সদস্যরা।

Related Articles