দেশনিউজ

চীন -পাকিস্তানের বাড়াবাড়ি আর বরদাস্ত করা হবে না, লালকেল্লা থেকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী

চীন এবং পাকিস্থান দুই দেশের নাম উল্লেখ না করে কথার মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement

আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লায় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ দিতে গিয়ে পাকিস্থান ও চীনের প্রতি কড়া বার্তা দিতে দেখা গেল মোদিকে। তিনি জানান, দেশের সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তার কড়া জবাব দেওয়া হবে।

চীন এবং পাকিস্থান দুই দেশের নাম উল্লেখ না করে কথার মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘নিয়ন্ত্রণ রেখা থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেখানে দেশের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই আমাদের সেনাবাহিনী কড়া ভাষায় জবাব দিয়েছে।’ গত ১৫ ই জুন লাদাখে ঘটে যাওয়া চীন এবং ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের প্রসঙ্গ উঠে আসে মোদীর ভাষণে। তিনি বলেন, ‘আমাদের দেশ এবং সেনাবাহিনী কি করতে পারে, লাদাখে গোটা বিশ্ব তা দেখেছে। আমি এই লালকেল্লা থেকে বীর জওয়ানদের শ্রদ্ধা জানাই।’

গত ১৫ জুন ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহীদ হয়েছিল। প্রধানমন্ত্রী এদিন বলেন,‘ ভারত সন্ত্রাসবাদ এবং আগ্রাসন এই দুইয়ের বিরুদ্ধে লড়াই করছে। আজ সারা বিশ্ব ভারতের পাশে আছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদের জন্য ১৯২টি রাষ্ট্রের মধ্যে ১৮৪টি রাষ্ট্রের ভোট পেয়েছে ভারত।’

এই মঞ্চ থেকেই মোদী ন্যাশনাল হেলথ মিশনের সূচনার কথা জানান। এর ফলে দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব ঘটতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, দেশে তিনটি করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই পুরোদমে শুরু হবে ভ্যাকসিন তৈরির কাজ। তিনি বলেন, খুব দ্রুত কিভাবে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে পরিকল্পনা হয়েছে।

Related Articles