দেশনিউজ

গ্যাস বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন, নিয়ম না মানলে বন্ধ হয়ে যেতে পারে পরিষেবা

এই নতুন নিয়ম সকলকে মানতে হবে। নতুন নিয়ম না মানলে বাড়িতে গ্যাস পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে।

Advertisement
Advertisement

গ্যাস বুকিংয়ের নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনল গ্যাস কোম্পানি। আগামী ১ নভেম্বর থেকে বাড়িতে গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেবার নিয়মের ক্ষেত্রে নতুন নিয়ম  চালু করতে চলেছে গ্যাস কোম্পানিগুলি। আর এই নতুন নিয়ম সকলকে মানতে হবে। নতুন নিয়ম না মানলে বাড়িতে গ্যাস পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে।

এতদিন পর্যন্ত গ্রাহকরা যে ফোন নাম্বারে ইন্ডেন গ্যাস বুকিং করতেন, এখন সেই গ্যাসের নম্বরের বদল করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই নতুন নম্বর চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামানের গ্রাহকদের জন্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। এতদিন পর্যন্ত গ্রাহকরা ৯০৮৮৩২৪৩৬৫ নম্বরে ফোন করতেন। এবার আগামী ১ নভেমনোর থেকে ৭৭১৮৯৫৫৫৫৫ এই নম্বরে ফোন করবেন গ্রাহকরা। আর এই নম্বরেই এবার থেকে গ্রাহকরা গ্যাস বুকিং করতে হবে।

আর এই নির্দেশের কথা শনিবার ইন্ডেন ডিস্ট্রিবিউটর আসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সব রকম গ্যাস বুকিং অর্থাৎ ভর্তুকি, ভর্তুকিহীন এবং বাণিজ্যিক সব ধরণের গ্যাস বুকিঙের ক্ষেত্রে এই নতুন নাম্বার থেকেই গ্রাহকদের গ্যাস বুকিং করতে হবে। তবে শুধু ইন্ডেন গ্যাসের ক্ষেত্রেই নাম্বার পরিবর্তন হয়েছে। অন্য গ্যাস কোম্পানিগুলির ক্ষেত্রে হয়নি।

Related Articles