দেশনিউজ

বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার শেষ সুযোগ, জানুন কী করণীয়

প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা অনুযায়ী, গ্যাস কানেকশনের জন্য বিপিএল পরিবারের যে কোনও মহিলা সদস্য আবেদন করতে পারবেন৷

Advertisement
Advertisement

বিনামূল্যে রান্নার গ্যাস পাবার সময়সীমা রয়েছে আর মাত্র সাতদিন। এর কারণ প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। এই প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা অনুযায়ী, গ্যাস কানেকশনের জন্য বিপিএল পরিবারের যে কোনও মহিলা সদস্য আবেদন করতে পারবেন৷

এর জন্য আবেদনকারীকে KYC ফর্ম ফিলআপ করে নিকটবর্তী এলপিজি সেন্টার জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে নাম, ঠিকানা, জনধন অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর দিতে হবে ৷ আপনি আবেদনপত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ৷ আবার এলপিজি কেন্দ্র থেকেও ফর্ম নিতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই সুবিধা নেওয়ার জন্য মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক ৷

এছাড়া আবেদনের সময় আবেদনাকড়িকে জানাতে হবে যে ১৪.২ কিলোগ্রাম না ৫ কিলোগ্রামের সিলিন্ডার নিতে চান ৷ আর এটাও মনে রাখতে হবে, ১৪.২ কিলোগ্রাম ৩ এলপিজি সিলিন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেওয়া হচ্ছে ৷ এক মাসে একটাই সিলিন্ডার বিনামূল্যে মিলবে ৷ আর যাদের কাছে ৫ কিলোর সিলিন্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে ৩ মাসে মোট ৮টি সিলিন্ডার দেওয়া হবে ৷ এক মাসে অধিকতম ৩টি সিলিন্ডার দেওয়া হবে। সাতদিনের কম সময় হাতে আছে। শীঘ্রই আবেদন করুন।

Related Articles