নিউজ

TATA Scholarship: ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা, এখনই আবেদন করুন

Advertisement
Advertisement

Tata Capital Pankh Scholarship: পড়ুয়াদের কথা চিন্তা করে সরকারি এবং বেসরকারি স্কলারশিপের সুবিধা রয়েছে চালু। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের স্তরের ছাত্র-ছাত্রীদের মেধা যোগ্যতার বিচারে স্কলারশিপ এর মাধ্যমে সাহায্য করা হয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার তরফ থেকে। তেমনই একটি স্কলারশিপ চালু করা হয়েছে রতন টাটার সংস্থা টাটা গ্রুপের পক্ষ থেকে। নাম টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)। আজকের এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হলো।

Qualification (যোগ্যতা)-

টাটা গ্রুপের দুর্দান্ত এই স্কলারশিপ এ যদি পড়ুয়াদের আবেদন করতে হয় তাহলে অবশ্যই তাঁকে ভারতের বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৪ লাখ টাকার কম। পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে করতে হবে পাস।

আবেদনকারীকে ভারতের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা স্নাতক ডিগ্রি প্রোগ্রাম যেমন B.com, B.SC, B.A ইত্যাদি অথবা ভারতের স্বীকৃত প্রতিষ্ঠানে ডিপ্লোমা পলিটেকনিক কোর্সে ভর্তি হয়েছেন তারাও পাবেন এই স্কলারশিপ এর সুবিধা।

আবেদনকারীর একটি সাক্ষাৎকারের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। টেলিফোনিক ইন্টারভিউ করতে হবে পাস। তারপর এই চূড়ান্ত কমিটির রাউন্ডের জন্য বাছাই করা হবে আবেদনকারীকে।

যে সমস্ত পড়ুয়ারা এই সমস্ত শর্ত পূরণ করতে পারবে তাদের একাডেমী কোর্সের জন্য ৮০ শতাংশ ফি দেওয়া হবে এই স্কলারশিপ এর মাধ্যমে। অর্থাৎ পড়ুয়ারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 10-12 হাজার টাকা।

Documents (প্রয়োজনীয় নথিপত্র)-

আবেদন করার জন্য অবশ্যই পড়ুয়াদের কাছে থাকতে হবে স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট।

পারিবারিক আয়ের সার্টিফিকেট।

ভর্তির প্রমাণপত্র।

বর্তমান শিক্ষা বর্ষের ফি রশীদ।

মার্কশিট বা পূর্ববর্তী ক্লাসের গ্রেড কার্ড।

কাস্ট সার্টিফিকেট।

ব্যাঙ্কের পাস বই।

পাসপোর্ট সাইজের কালার ছবি।

ভর্তির রশিদ।

আগের পরীক্ষার মার্কশিট।

How To Apply (কীভাবে করা যাবে আবেদন)-

অনলাইনেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

আবেদন করার জন্য প্রথমেই চলে যেতে হবে www.buddy4study.com এই ওয়েবসাইটটিতে।

এরপর সেখান থেকে বেছে নিতে হবে Tata Capital Pankh Scholarship অপশনটি।

আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য ক্লিক করতে হবে Start Application অপশনে।

সেখান থেকে ফর্ম ফিলাপ করতে হবে।

প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ করতে হবে।

Related Articles