দেশনিউজ

বাংলাদেশের পাশে ভারত, ২০ লক্ষ ডোজ Covidshield উপহার Modi সরকারের

Advertisement
Advertisement

১৭ জানুয়ারি থেকে কোভিড-১৯ নিরাময়ের জন্য ভারতে শুরু হয়েছে গণটিকাকরণ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুরুতে ৩ কোটি প্রথম সারির কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে।

এর‌ই মধ্যে ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিল পড়শি বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকে। নয়াদিল্লি থেকে কোভিশিল্ডের ২০ লক্ষ টিকা উপহারস্বরূপ বাংলাদেশ পাঠানো হচ্ছে নয়াদিল্লি থেকে।

জানা গেছে, আগামী ২০ জানুয়ারি সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন একটি বিশেষ বিমানে পৌঁছবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নয়াদিল্লি সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ পারস্পরিক বন্ধুত্বকে আরও দৃঢ় করতেই ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত।

উল্লেখ্য, ভারতে দু’টি টিকা প্রয়োগের জন্য সরকারি অনুমোদন পেয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করা হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট-এ এবং একটি হায়দরাবাদের সংস্থা ‘ভারত বায়োটেক’-এর তৈরী কোভ্যাক্সিন। ট্রায়ালের তিনটি ধাপই পার করেছে কোভিশিল্ড। যদিও, ৩ টি ট্রায়ালের আগেই জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন-কে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

Related Articles