দেশনিউজ

জল থেকে উঠে এল ৭৫০ কেজির বিরল প্রজাতির মাছ, হইচই নেটদুনিয়ায়

এই মাছটির সাইজ ৭৫০ কেজির মত। এত বড় মাছ আগে কখনও দেখা যায়নি।

Advertisement
Advertisement

কয়েকদিন আগেই দীঘাতে এক বিরাট দৈত্যাকার মাছ উঠেছিল। এরকম বিশাল আকারের মাছ মাঝেমধ্যেই দীঘা বা ওড়িশ্যার উপকূলে দেখা যায়। এই মাছটির সাইজ ৭৫০ কেজির মত। এত বড় মাছ আগে কখনও দেখা যায়নি। এই বিশালাকৃতির মাছ সম্প্রতি ধরা পড়েছে কর্ণাটকের নাগাসিদ্ধির মৎস্যজীবীদের জালে। শুধু একটি মাছ নয়, দুটি মাছ উঠেছিল।

একটি মাছের ওজন ৭৫০ কেজি, আর ওপর মাছের ওজন ২৫০ কেজি। সুভাষ সাইলান নামে এক মৎস্যজীবীর জ্বালে এই মাছগুলি ধরা পড়েছে। তিনি যখন মাছ নিয়ে উপকূলে আসেন, তখন মাছ দুটি বয়ে নিয়ে যেতে একট ক্রেন নিয়ে যাওয়া হয়।

এটা এক ধরণের শংকর মাছ। এই মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির। এই মাছের আকার অনেক বড় হয়। এদের শিং-এর মত ধারাল লেজ। এই মাছ বিরল প্রজাতির হয়। ভারতে খুব বেশি সংখ্যায় এই মাছ দেখা যায় না। তবে এই ধরণের মাছ সাধারণত উষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়।

Related Articles