কলকাতানিউজরাজ্য

করোনা সতর্কতা মেনেই নীল ধুতি-পাঞ্জাবি পরে ফোঁটা নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

সেলিব্রিটিদের মতোই আজ ভাইফোঁটার উৎসবে মেতেছেন রাজনীতিবিদরাও।

Advertisement
Advertisement

এইবছর করোনা আবহে সবকিছুই একেবারে বদলে গিয়েছে। সব ক্ষেত্রেই মানতে হচ্ছে বিশেষ করোনা স্বাস্থ্যবিধি। তবে তার মধ্যেও উৎসবের আনন্দে মেতেছে দেশবাসী। সাধারণ মানুষের সাথে উৎসবে শামিল হয়েছেন সেলিব্রিটি থেকে রাজনীতিবিদরাও। বাংলাও কিন্তু এর ব্যতিক্রম নয়। সেলিব্রিটিদের মতোই আজ ভাইফোঁটার উৎসবে মেতেছেন রাজনীতিবিদরাও।

ঠিক যেমন বাংলার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, চলে গেলেন ভাইফোঁটা নিতে। প্রতিবারের মতো এবারও ঠিক সময়ে ভাইফোঁটা নিতে পৌঁছে গেলেন তিনি। তবে এবার রয়েছে বিশেষ সাবধানতা। মন্ত্রীর মুখে সবসময় ছিল মাস্ক। সামাজিক দূরত্বতা মেনে চলেছেন সকলে।

প্রথমে অবশ্য নিজের দিদির হাত থেকে ফোঁটা নিয়ে ভাইফোঁটার সেলিব্রেশন শুরু করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দিদির বাড়িতে ফোঁটা নেবার সময় মন্ত্রীর পরনে ছিল নীল ধুতি-পাঞ্জাবি। আর এরপরে ভাইফোঁটা নেবার জন্য একেবারে ড্রেস চেঞ্জ মন্ত্রীর। নীল পঞ্জাবি থেকে একেবারে সাদা ধবধবে ধুতি-পঞ্জাবি পরে ভাইফোঁটা নিলেন। করোনা আবহের মধ্যেই সবরকম সতর্কতা সত্বেও জমিয়ে হল ভাইফোঁটার সেলিব্রেশন।

Related Articles