নিউজবিনোদন

সম্প্রীতির বার্তা, মন্দির-মসজিদ দুটোই বেছে নিলেন অভিনেত্রী নুসরত

Advertisement
Advertisement

প্রায় 500 বছরের বিতর্ক এবার মিটলো। অযোধ্যায় বাবরি মসজিদ নাকি রাম মন্দির এই বিতর্কের অবসান ঘটলো। প্রায় কয়েক দশক ধরে চলে আসছে আইনি লড়াই। কিন্তু সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে রাম মন্দির প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। সেই অনুযায়ীয় বুধবার রামমন্দিরে করা হল ভূমিপূজো। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নরেন্দ্র মোদী।

যদিও ভূমি পূজা সফলভাবে হলেও সোশ্যাল মিডিয়ায় এখনো অব্যাহত রয়েছে বিতর্ক। মন্দির-মসজিদ হাসপাতাল বিভিন্ন মানুষের বিভিন্ন রায়। কিন্তু এসবের দাড়ি টেনে,ধর্মীয় বিতর্ককে প্রশ্রয় না দিয়ে মন্দির-মসজিদ উভয়ের পক্ষে রায় দিলেন। এইমুহুর্তে সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী তথা সংসদ নুসরত জাহান।

নুসরাত প্রথম থেকেই সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন। ঈদের যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমন রথযাত্রার দুর্গাপূজাতে অংশগ্রহণ করেছেন। এই নিয়ে মৌলবাদীরা চোখ রাঙালে কখনো পাত্তা দেননি তিনি। প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান করে এসেছেন।

এই দিন নুসরাত জাহান লিখেছেন আমি মন্দির-মসজিদ দুটোকেই বেছে নিলাম। এ প্রসঙ্গে ফারহা খান একটি টুইট করে লিখেছেন-” কেন মন্দির যে কোন একটা কে বেছে নিতে হবে, উভয় ধর্মকে সুন্দর ধর্মীয় স্মৃতিস্তম্ভ হিসেবে দেখছি। সবকিছুতে রাজনীতি না করে আমরা কি দুই ধর্মকে শ্রদ্ধা করতে পারিনা? নুসরত এই টুইটটিকে শেয়ার করে সমর্থন জানিয়েছেন।

প্রসঙ্গত এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি টুইটারে লিখেছিলেন হিন্দু মুসলিম শিখ খ্রিষ্টান একে অপরের ভাই ভাই, আমাদের ভারত মহান, মহান হিন্দুস্তান। আমাদের দেশ চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্য ঐতিহ্যকে বহন করে চলেছে আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো। অভিনেত্রী নুসরত এই ভাবনাকেই সমর্থন করেছেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles