আন্তর্জাতিকনিউজ

খোঁজ মিলল বিশাল বড় স্বর্ণ ভান্ডারের, যেখানে রয়েছে ৯৯ টন সোনা

Advertisement
Advertisement

তুরস্কে মিললো প্রায় ৯৯ টন সোনার খোঁজ, যার দাম প্রায় ৬ কোটি ডলারেরও বেশি বলে জানা গিয়েছে। কয়েকটি দেশের জিডিপিকেও ছাপিয়ে যেতে সক্ষম এই সোনার মূল্য। সোনার এত বড়ো খনিটির সন্ধানের কৃতিত্ব Fahrettin Poyraz নামে এক ব্যক্তির।

তিনি স্থানীয় একটি এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভের চিফ। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী দু’বছরের মধ্যে এই খনি থেকে সোনা নিষ্কাশন করা সম্ভব হবে, যার জেরে কিছুটা হলেও অর্থনৈতিক উন্নতি ঘটবে তুরস্কের।

সোনা উৎপাদনে তুরস্ক ছাপিয়ে গিয়েছে বিশ্বরেকর্ড। ২০২০ সালে ৩৮ টন সোনা উৎপাদন করেছে তুরস্ক। প্রাপ্ত সোনার খনির আর্থিক মূল্য প্রায় ৬ কোটি ডলার। সিরিয়া থেকে তুরস্কে আসা শরণার্থীদের জন্য এই অর্থের কিছুটা ব্যয় করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন ৫৯০ লক্ষ ডলার সাহায্যের পরিকল্পনা করেছে শরণার্থীদের জন্য। প্রায় ১৮ লক্ষ শরমার্থীর কর্মসংস্থান এবং ৬ লক্ষ শিশুদের পড়াশোনা বাবদ এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে।

Related Articles