আন্তর্জাতিকনিউজ

১৫০ কিমি বেগে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘‌বিটা’

এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেশি। এই ঝড়ের দাপটে ভেসে যেতে পারে মার্কিন মুলুক।

Advertisement
Advertisement

ফের স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বিটা। টেক্সাস ও লিউসিনিয়ায় এই ঝড়ের প্রকোপ ব্যাপক হারে পড়তে পারে। এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেশি। এই ঝড়ের দাপটে ভেসে যেতে পারে মার্কিন মুলুক। বেশ কয়েকদিন আগেই হ্যারিকেন লরা এই উপকূলেই আছড়ে পড়েছিল।

ফের আরেক ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হতে চলেছে মার্কিন মুলুক। ইতিমধ্যে ঝড়ের দাপট এই এলাকার মানুষ বুঝতে পারছেন। এই ঝড়ের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়তে পারে ১ কোটি মানুষের ওপর। তাই প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আটলা‌ন্টিক সাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌বিটা’, বুধবারের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। সেখানে উপকূল জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রে প্রায় ৪ থেকে ৫ ফুট উঁচু ঢেউ উঠেছে। আমেরিকার হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles