নিউজরাজ্য

রাজ্যে নতুন রেকর্ড গড়ল করোনা, মোট আক্রান্তের সংখ্যা ৩৮,০১১ জন, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা

Advertisement
Advertisement

পায়েল গাঙ্গুলি: করোনা আতঙ্কে ত্রস্ত শহর। ক্রমাগত লাফিয়ে বাড়ছে সংক্রমণ। অদৃশ্য ভাইরাস করোনা আতঙ্কে একপ্রকার রাতের ঘুম ওড়ার জোগাড় শহরবাসীর। আতঙ্কের মাঝেই ফের রেকর্ড সংক্রমণ রাজ্যজুড়ে। শুক্রবারের স্বাস্থ্য দপ্তর বুলেটিন অনুযায়ী ১ দিনে রাজ্যে করোনা আক্রান্ত ১,৮৯৪ জন।

করোনা সংক্রমনের রাশ টানতে উদ্যোগী রাজ্য। আর তাই সংক্রমণ ঠেকাতে রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের শুরু হয়েছে লকডাউন। কিন্তু ক্রমাগত বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য দপ্তর বুলেটিন সূত্রে খবর, ১ দিনে রাজ্যে করোনা আক্রান্ত ১,৮৯৪ জন। ফলে রাজ্য জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮,০১১ জন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ২৬ জনের। এখনো পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,০৪৯। অন্যদিকে ১ দিনে সুস্থ হয়েছেন ৮৩৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২,২৩৫ জন। রাজ্যে সুস্থতার হার ৫৩.৫৪ শতাংশ।

শুধু রাজ্যেই নয় উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গোটা দেশজুড়ে। যদিও স্বস্তির বিষয় ভারতের জনসংখ্যার নিরিখে প্রতি দশ লক্ষে সংক্রমিতের সংখ্যা ইউরোপের দেশগুলির তুলনায় অনেকটাই কম। তবুও চিন্তা যেন যায় না। প্রতি ১০ লক্ষ জনসংখ্যার নিরিখে রাশিয়া এবং আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ভারতের থেকে যথাক্রমে ৮ এবং ১৬ গুন বেশি। সেদিকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও করোনাকে সম্পূর্ণ নির্মূল করে দিতে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিশেধক তৈরিতে মেতেছে ভারত।

উল্লেখ্য, দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০ লক্ষ। ১৭ জুলাই অবধি দেশে করোনার অ্যাক্টিভ কেস ১৪,৭০৯। তবে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। টুইট করে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ৬৫৮ জন। এই পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ভারত একশ ছয় নম্বরে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles