লাইফস্টাইল

১০০ টাকারও কম খরচে পৌঁছে যাবেন দীঘা, কীভাবে সম্ভব? জেনে নিন

Advertisement
Advertisement

Digha: কিছুদিন যেতে না যেতেই ঘুরতে যাওয়ার জন্য প্রায় সকলেরই মনটা উথাল-পাতাল করে। পাতি বাংলায় বলতে গেলে ঘুরতে যেতে কেই না ভালোবাসে বলুন তো দেখি। তবে, বাঙালি যেমন ঘুরতে যেতে ভালোবাসে তেমনই আবার কম খরচ হলে মন্দ হয়না। আর এই কম খরচে ঘোরার একমাত্র ডেস্টিনেশন হল দিঘা । মাত্র ১০০ টাকা খরচ করলেই আপনি জনপ্রিয় এই সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারবেন।

Digha

খরচ শুনে খানিকটা অবাক হচ্ছেন নিশ্চই? তাহলে বলবো অবাক হওয়ার কিছু নেই। আপনিও চাইলে এই নামমাত্র খরচে দিঘা ঘুরে আসতে পারেন। ইতিমধ্যেই একটু একটু করে শীতের আমেজ টের পাচ্ছে রাজ্যবাসী। আর এই সময়ইতো ঘোরার উপযুক্ত সময়। রাজ্যের অন্যতম ব্যস্ত পর্যটন কেন্দ্র হল দিঘা। প্রতিটি সিজেনেই মানুষজন এখানে ঘুরতে আসেন। তবে, কম খরচে কিভাবে দিঘা যাবেন চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক।

Short Film
কল-গার্লকে সঙ্গে নিয়ে দীঘায় কুকর্ম স্কুল শিক্ষকের, শরীরে আগুন ধরাবে এই শর্টফিল্ম

 

কিভাবে কম খরচে দিঘা যাবেন (How to go to Digha cheaply)

শীতকালে (Winter) যারা দিঘা (Digha) যেতে চাইছেন তাদের জন্য এটি বড়সড় সুখবর। পাশকুঁড়া থেকে দিঘা যাওয়ার খরচ মাত্র ৩০ টাকা। আর তেমন করেই আবার আসার খরচ ৩০ টাকা। তাহলে বলা যায় যে, মাত্র ৬০ টাকায় আপনি দিঘা আসা ও যাওয়া দুইই করতে পারবেন।

Digha

দীঘা যাবার ট্রেনের সময় (Train Time Table Of Digha)

পাশকুঁড়া (panskura) থেকে দিঘা (Digha) যাওয়ার জন্য প্রতিদিন চারটি মেমু লোকাল যাতায়াত করে। আর তার সময়গুলি হল সকাল ৮:৩৫, দুপুর ২:২০, সন্ধ্যে ৬:২০, রাত্রি ৭:৪০ মিনিট।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles