লাইফস্টাইল

বাড়ির এই স্থানে ঝাঁটা রাখলে খুলে যাবে সৌভাগ্যের দরজা

আপনি কি জানেন এই ঝাঁটার সঠিক জায়গায় রাখলে আপনার সংসারে লক্ষ্মীর আগমন হয়।

Advertisement
Advertisement

আমাদের প্রত্যেকের বাড়িতেই ঝাঁটা রাখা থাকে। ঘর পরিষ্কার করার ক্ষেত্রে এটি একটি অপরিহার্য বস্তু। ঘরের ভিতরে এবং বাইরে দুই ক্ষেত্রেই পরিষ্কার করার ক্ষেত্রে ঝাঁটা প্রয়োজন। আপনি কি জানেন এই ঝাঁটার সঠিক জায়গায় রাখলে আপনার সংসারে লক্ষ্মীর আগমন হয়। এই নিয়ম মেনে চললে সংসারে সুখ-সমৃদ্ধি আসতে বাধ্য।

১) ঝাঁটা সবসময় ঘরের পশ্চিম কোণে রাখা উচিত। এতে সংসারে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটতে পারে না।

২) ঘর ঝাঁট দেওয়ার সময় কারো গায়ে ঝাঁটা লাগলে, তা অশুভ বলে মনে করা হয়। তাই সবসময় ফাঁকা ঘরে ঝাঁট দেওয়া উচিত।

৩) ঝাঁটা কখনই দাঁড় করিয়ে রাখতে নেই। দাঁড়িয়ে রাখা অশুভ বলে মনে করা হয়। সর্বদা শুইয়ে রাখতে হয়।

৪) সূর্যাস্তের পর ঘর ঝাঁট দেওয়া একেবারেই উচিত নয়।

৫) সবসময় শনিবার দেখে নতুন ঝাঁটা কিনবেন। শনিবার দিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ।

৬) বাড়ির কোন সদস্য যদি কোন শুভ কাজে বা কোন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে তাঁর বেরোনোর ঠিক পড়েই ঝাঁট দেওয়া উচিত নয়। এর ফলে শুভ কাজে ব্যাঘাত ঘটতে পারে।

৭) এছাড়া ঝাঁটা দীর্ঘদিন ব্যবহারের পর তা পুরানো হয়ে গেলে কখনোই পোড়ানো উচিত নয়। এতে সংসারে অমঙ্গল হয়।

৮) ঝাঁটাকেও লোকচক্ষুর আড়ালে রাখা উচিত।

৯) আপনি যদি কোন ভাড়া বাড়িতে থাকেন এবং ঘর বদলানোর কখনই তা পুরনো বাড়িতে ছেড়ে আসবেন না।

১০) ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়। তাই এর সঠিক ব্যবহারে সংসারে শ্রী বৃদ্ধি আসে।

Related Articles