অর্থনীতিনিউজ

PMJYD Account: জনধন অ্যাকাউন্ট রয়েছে? পেতে পারেন একাধিক সুবিধা, বিস্তারিত জানুন

PMJYD-র গ্রাহকদের সুবিধার্থে ওভারড্রাফ্টের পরিমান দ্বিগুন করা হয়েছে, আর কী সুবিধা রয়েছে?

Advertisement
Advertisement

ভারতের প্রত্যেক নাগরিকের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক স্কীম রয়েছে। যার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJYD Account)। দেশের যে সমস্ত মানুষদের আয় কম এবং যারা এতদিন ব্যাংকিং পরিষেবার থেকে বঞ্চিত ছিল, সে সমস্ত মানুষদের টাকা জমা, টাকা তোলা, বীমা, ঋণ এই সমস্ত আর্থিক পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সালে চালু করা হয় প্রধানমন্ত্রী জনধন যোজনা।

২০১৪ সালের ১৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ যোজনার কথা ঘোষণা করে এবং ২৮শে আগস্ট এটি লঞ্চ করা হয়। প্রধানমন্ত্রী জনধন যোজনায় (PMJYD Account) ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে কোনো টাকা লাগে না। অর্থাৎ জির ব্যালেন্স এই বই খোলা যায়। এতে অ্যাকাউন্ট খুললে রূপে কার্ড ও ২ লক্ষ টাকার বীমা কভারেজ মিলবে। প্রত্যেক পরিবারের একজন করে সদস্য জনধন যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবে।

তবে অনেকেই একটি বিষয় জানেন না যে, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের (PMJYD Account) গ্রাহকরা দরকারে ১০,০০০ টাকা তুলতে পারবে। কেন্দ্রীয় সরকার এমন সুযোগ এনেছে জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য। শুধু তাই নয়, আপনার এই অ্যাকাউন্টে যদি একটা টাকাও না থাকে সে ক্ষেত্রেও আপনি ১০,০০০ টাকা তুলতে পারবেন। তবে এর জন্য নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে নির্দিষ্ট ব্যাংকে।

কেন্দ্রীয় সরকার ওভারড্রাফ্ট হিসাবে জনধন অ্যাকাউন্টে (PMJYD Account) ১০,০০০ টাকা করে তোলার অনুমতি দেয়। যদিও এই টাকা পুরোপুরি ভাবে গ্রাহকদের দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। পরে এই টাকা আবার রিটার্ন করতে হবে। যদিও এর জন্য আলাদা ভাবে কোনো সুদ লাগবে না। জনধন অ্যাকাউন্ট হোল্ডারের বয়স ৬০-এর মধ্যে হলেই ১০ হাজার টাকার ওভারড্রাফ্টের সুবিধা পাবে। আগে ওভারড্রাফ্টের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। পরে তা বাড়িয়ে ১০,০০০ করা হয়েছে। এ প্রসঙ্গে জানাই, জনধন অ্যাকাউন্ট থেকে বছরে ৩৬,০০০ টাকার বেশি তোলা বা ফেলা যাবে না।

Related Articles