অর্থনীতি

এক ধাক্কায় অনেক টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, রইল সিলিন্ডার পিঁছু নতুন গ্যাসের দাম

এই মাসে এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।

Advertisement
Advertisement

ডিসেম্বরের শুরুতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এই মাসে এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। বছরের শেষ মাসে মধ্যবিত্তের হেঁসেলে আগুন। এক লাফে ৫০ টাকা বেড়ে যাওয়ায় কলকাতায় রান্নার গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা।

গত ২৬ শে নভেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিলেন বামেরা। এই বছর বারবার রান্নার গ্যাসের দাম বেড়েছে। গত জুলাই মাসে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল আর গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। আর এই বছর সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেই মাসে গ্যাসের দাম বেড়েছিল ১৪৯ টাকা।

তবে শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে এমন নয়, এর সাথে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলেরও। কলকাতায় আজ পেট্রোলের দাম ৮৪.০২ টাকা এবং ডিজেলের দাম ৭৬.২২ টাকা। উল্লেখ্য, শীতকালে এমনিতেই রান্নার গ্যাসের খরচ অন্যান্য মাসের তুলনায় বেশি হয়। সুতরাং এই মাসে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে মাথায় হাত মধ্যবিত্তের।

Related Articles