বিনোদন

দেশে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সলমন খান, কি বললেন বলিউডের ভাইজান

Advertisement
Advertisement

দেশজুড়ে কৃষক আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, বিশ্বের সেলেবরাও এই আন্দোলনের সমর্থনে ট্যুইট করেছে। ​এবার মন্তব্য করলেন বলিউডের ভাইজান সালমান খান। মুম্বই-এ একটি অনুষ্ঠানে তিনি জানান, “যে সিদ্ধান্ত প্রত্যেক কৃষকের জীবনে ভাল পরিবর্তন আনবে, সেটাই করা উচিত।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরূপ মন্তব্য করেছেন তিনি।

এই কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলতে শুরু করেন দেশের একাধিক তারকা ব্যক্তিত্ব। এই লিস্টে রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে লতা মঙ্গেশকর, অনিল কুম্বলে, বিরাট কোহলি, অক্ষয় কুমার সহ অনেকে। তবে ভারতের নিজস্ব বিষয়ে যাতে বিদেশের কেউ না নাক গলায়, সে বিষয়ে মত প্রকাশ করেন দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। যেটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে জোরকদমে শোরগোল শুরু হয়েছে। অনেকের মন্তব্য, কৃষক আন্দোলন একেবারে দেশের নিজস্ব বিষয়, যার সমাধানের জন্য বাইরের কারোর মন্তব্য না ধরাই উচিত।

সম্প্রতি বিশ্বখ্যাত পপস্টার রিহানা কৃষক আন্দোলন নিয়ে ট্যুইট করেছিলেন গত মঙ্গলবার। কৃষকেরা যখন নিজেদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনরত, সেই মূহুর্তে ভারতের কেউ কেন এ বিষয়ে কোনও মন্তব্য করছেন না, এই নিয়ে প্রশ্ন তোলেন আন্তর্জাতিক পপ তারকা। রিহানার ওই ট্যুইটের পরই পরিবেশবিদ গ্রেটা থানবার্গ এবং মিয়া খলিফাও বিষয়টি নিয়ে ট্যুইট করেছিলেন। বিদেশি তারকাদের একের পর এক ট্যুইট প্রকাশ্যে আসার পরই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থকে প্রকাশিত একটি স্টেটমেন্টে এই বিষয়ে মন্তব্য জানানো হয়। এরই পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ বিষয় নিয়ে কড়া মন্তব্য রাখেন। #Indiaagainstpropoganda নামক হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়ে যায় মন্তব্য ও পাল্টা মন্তব্যের দ্বৈরথ।

এদিকে এই ক্যাম্পেন শুরু হওয়ার পরই এর বিরুদ্ধে মুখ খোলেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, শিবানী দান্ডেকর, দিলজিৎ দোসাঞ্জদের মত ব্যক্তিত্বেরা। তবে রিহানা এবং গ্রেটাকে সমর্থন করে ট্যুইট করার পর কঙ্গনা রানাউতের তোপের মুখে পড়েন দিলজিৎ, তাপসীরা।

Related Articles